সকল বাধা অতিক্রম করে এই সরকার নির্বাচন সম্পন্ন করবে : শিল্প উপদেষ্টা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানের পর একটি সরকারের যে কাজ গুলো করার ধরকার তা এই সরকার করেছে। এর মধ্যে নানা প্রতিক‚লতা ও বিভিন্ন রকম ঘাতপ্রতিঘাত বাধা অতিক্রম করে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে যাচ্ছি। তাই সকল বাধা অতিক্রম করে, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই সরকার আগামী ফেব্রæয়ারীর নির্বাচন সম্পন্ন করবে। এই নির্বাচন সুষ্ঠু হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে সে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ, হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, দেশের পোশাক শিল্পের পর জাহাজ শিল্প এগিয়ে যাচ্ছে তাই বর্তমানে দেশে পোশাক শিল্পের পর জাহাজ শিল্প এগিয়ে। দিনদিন এই শিল্প আরো উপরের দিকে উঠছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার এই শিল্প নিয়ে আইন করবে। পরবর্তী সরকার এই ধারাবাহিক এগিয়ে নিবে। 

তিনি বলেন, আমরা চাই দেশের মানুষ যাতে বলতে পারে বাংলাদেশ জাহাজ এই দিকে যেমনি বানিজ্য করছে তেমনি প্রতিরক্ষায় এগিয়ে যাচ্ছে। তাই  আনন্দ শিপইয়ার্ডসহ রপ্তানির জাহাজ শিল্পকে আমরা অভিনন্দন জানাই যাতে করে তারা জাহাজ শিল্পকে আরো বৃদ্ধি করে। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তুরস্কের রাষ্ট্রদূত বিল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ড.আব্দুল বারিকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

পরে জাহাজ রপ্তানীমুখী প্রতিষ্ঠান "আনন্দ শিপইয়ার্ড এন্ড ¯িøপওয়েজ লিমিটেডের তৈরীকৃত ওয়েজ ওয়্যার নামে ৫৫০০ ডিডবিøউটি ধারণ ক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস কার্গো জাহাজটি তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ৩৩১ ফুট দীর্ঘ এই জাহাজটি খাদ্যশস্যসহ পণ্যবাহী মালপত্র পরিবহন করতে সক্ষম বলে জানান বলে আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা।