শেরপুরে দুদকের বিশেষ গণশুনানী, ভুক্তভোগীদের ১২৮ অভিযোগ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা -গড়বে আগামীর শুদ্ধতা "এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দুদকের বিশেষ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮ টি দপ্তরের বিরুদ্ধে মোট ১২৮ টি অভিযোগ জমা পড়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা।

এ সময় তরফদার মাহমুদূর রহমান বলেন, দুর্নীতি হল ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার করে কাউকে ঠকানোকেই দুর্নীতি বলে তাই আমরা ক্ষমতার অপব্যবহার না করার অঙ্গীকারবদ্ধ হই।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দুর্নীতির কথা তুলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এসময় শেরপুরের সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে যার যার অভিযোগের তাৎক্ষণিক জবাব দেন এবং জবাবের ভিত্তিতে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী আদেশ দিয়ে যান। 

এ গণশুনানির মাধ্যমে শেরপুরের অনেক নিরীহ ও সরলমনা মানুষ সুষ্ঠু বিচার পেয়েছেন বলে দাবি করেছেন আমন্ত্রিত অতিথিগণ। তবে এ গণশুনানীতে বিচার বিভাগের কোনো বিচারক অংশগ্রহণ করেননি।

দুদক কার্যালয়ের আমন্ত্রণে আরো উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের দুই অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ শেরপুরের সাংবাদিকগণ।