‘আমি শহীদ জিয়ার চেতনা ও মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করছি’

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা সদরে সোমবার বিকেলে পদ স্থগিত হওয়া বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিশেষভাবে নজর কাড়ে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি।

সন্ধ্যায় মিছিলটি ইটনা চৌরাস্তা থেকে শুরু হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শত শত নৌকার বহর নিয়ে অংশগ্রহণকারীরা উপজেলা সদরে প্রবেশ করলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য রেখে ফজলুর রহমান বলেন, তার বিরুদ্ধে দেশে নানা ষড়যন্ত্র চলছে। রাজাকার ও আলবদররা চেষ্টা করছে যাতে তিনি দল থেকে মনোনয়ন না পান। তিনি অভিযোগ করেন, ৫০০ কোটি টাকা খরচ করেও তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।

তবে তিনি বলেন, ‘আমার একার ইচ্ছা নয়, আপনাদেরও বলতে হবে আমরা এই নেতা চাই। আমরা ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই।’

দলীয় পদ স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি। যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করেছে। এক বছর ধরে আমি শহীদ জিয়ার চেতনা ও মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করছি। কিন্তু দল থেকে আমার বিরুদ্ধে কূরুচিপূর্ণ বক্তব্য ও ধর্মবিরোধিতার অভিযোগ আনা হলো। আমি জবাব দিয়েছি, কিন্তু তা মানা হয়নি। তিন মাসের জন্য সব পদ স্থগিত করা হয়েছে। তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

তিনি জামায়াতের অপপ্রচারের অভিযোগও তোলেন। তার ভাষায়, জামায়াত বলছে আমি ধর্ম মানি না। আসলে আমি সুফিবাদে বিশ্বাসী। হযরত আব্দুল কাদির জিলানি, খাজা মাঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল ও শাহ পরান এই সুফি ধারার অনুসারী আমি। অথচ জামায়াত এ ধারার মানুষদের হত্যা করতে চায়।

আগামী নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তাঁর বয়স এখন ৭৮। এটাই হবে আমার শেষ নির্বাচন। আপনাদের সমর্থন চাই, যোগ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নীহারেন্দু দেবনাথ, নবী হোসেন তজু মিয়া, ফজলুর রহমানের সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ও তাঁর ছেলে ব্যারিস্টার অভীক রহমানসহ অনেকে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা। তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী। দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণা চালালেও সম্প্রতি তাঁর দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।