বোয়ালমারীতে খন্দকার নাসিরের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি ফেক পলিটিক্স পছন্দ করি না। আমি ১৭ বছর ধরে অনেক দুঃখ, ক্লেশ, বেদনা, জ্বালা-যন্ত্রণা, নির্যাতন সহ্য করেছি। এই বৃদ্ধ বয়সে গত বছরের জুলাই মাসে আমাকে গ্রেপ্তার করে আমার বাম কানটা ফাটিয়ে দিয়েছে।’
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সমাজের সৈনিক। এখন বিভিন্ন প্রশাসনে দুর্নীতি হচ্ছে কঠিনভাবে। আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি ছিল, তার চেয়েও ভয়াবহ দুর্নীতি চলছে। আপনারা এসব নিয়ে লেখেন। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং জব। সাহস করে লিখতে হবে। আপনারা শক্তিশালীভাবে সমাজের অন্যায়ের প্রতিবাদ করে খুন, দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেবেন। থানায় দালালি হচ্ছে, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হচ্ছে। আমার দলের লোক হোক বা দলের বাইরের হোক, যারা দালালি করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদের কলম তীক্ষ্ণরূপ ধারণ করবে—এই প্রত্যাশা করি।’
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।
