কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদকসহ অবৈধ মালামাল উদ্ধার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ ও দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কমপ্লিট ড্রেস ৪৯৬পিস, ভারতীয় ৭৯ হাজার রুপি, চকলেট বাজি ৪৫ হাজার ১৫০ পিস, বিভিন্ন প্রকার ক্রিম, তেল ও শ্যাম্পু রয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।