চুয়াডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা সীমান্তবর্তী গোয়ালপাড়া থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোবারক ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মোবারক উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বি পি এম এর নির্দেশে জীবননগর থানার এস আই (নি.) আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোবারক এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তার (মোবারক) বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
