চাঁদপুরে নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের তালতলা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা, স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার।
বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে ফারুক জামাদারের সদ্যজাত সন্তান মারা যায়। হাইমচর উপজেলার উত্তর আলগি ইউনিয়নের এই পরিবারে আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।
শিশুর মা উম্মে জান্নাত চৈতি সিজার করার পর সুস্থ ছিলেন। নবজাতকও তখন ভালো অবস্থায় ছিল। পরে হাসপাতালের নির্দেশে মা-শিশুকে ৬০২ নম্বর কেবিনে নেওয়া হয়।
পরিবারের দাবি, শিশুটিকে চিকিৎসক মাহাবুব আলী স্যালাইন ও ওষুধ দেওয়ার পর থেকেই অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। একাধিকবার জানালেও কর্তৃপক্ষ আশ্বস্ত করে যে শিশুটি ভালো আছে। এমনকি শিশুর নানী অন্য হাসপাতালে নেওয়ার অনুরোধ করলেও অনুমতি দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।
শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো ওয়ার্ড ভারী হয়ে ওঠে। মা প্রায় অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়।
অভিযোগ উঠেছে, রাত দুইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এক রাজনৈতিক নেতাকে ডেকে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কথা কাটাকাটি হয় এবং পরিবারকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা নতুন নয়। আগেও একই হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের ঘটনাতেও সেই আস্থার জায়গা বড় ধরনের ধাক্কা খেল।
