মৌলভীবাজারে বিদেশি মদসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উত্তরসুর এলাকায় একটি সিএনজি অটোরিক্সা থেকে ৪৬ বোতল বিদেশি মদসহ হাবিব উল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহলদল শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। সিএনজি অটোরিক্সার যাত্রী বসার সিটের পেছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

জব্দকৃত মদের মধ্যে তিনটি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।