শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে জামাল মিয়া প্রতিবেশী এলাকার ৪ নম্বর চরে একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে তিনি বিষয়টি বুঝতে পারেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম ছিল না। বাইরে থেকে একটি অ্যান্টিভেনম সংগ্রহ করে দেওয়ার পর তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে নকলা এলাকায় পৌঁছানোর আগেই জামাল মিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, ‘হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ রয়েছে। ওই রোগীর বিষয়ে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’