শ্রমিক কালীপদ সূত্রধর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে শ্রমিক কালীপদ সূত্রধরকে (৪২) নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ এলাকার সর্বস্তরের মানুষ।
শুক্রবার রাত সাড়ে ৮টায় তাড়াইল সাবরেজিস্টার অফিসের সামনের সড়কে উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কালীপদ সূত্রধরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহত কালীপদ সূত্রধর তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে আসার কথা বলে তিন যুবক কালীপদ সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেয়। রবিবার ভোরে রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন কালীপদ। এসময় তারা উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা ওই তিন যুবককে আটক করে ইটনা থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলো—আশরাফুল ইসলাম (২০), নাঈম (১৯) ও দূর্জয় (২০)।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। এসময় ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও তাড়াইলের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
