ঝিনাইগাতীতে মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  ঝিনাইগাতী প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও চৌরাস্তা বাজারে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন।

তিনি বলেন, মাদক, জুয়া বা সন্ত্রাস—যে কোনো অপরাধ সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। এসব প্রতিরোধে পুলিশ একা নয়, সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে সঠিক পথে রাখতে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. গোলাম নূর, ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা সমাজে অপরাধ দমনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ ঝিনাইগাতী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় জনগণ প্রতিশ্রুতি দেন, তারা মাদক, জুয়া বা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সামাজিক নজরদারি আরও জোরদার করবেন।