কুড়িগ্রামে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি হাসান মোহাম্মদ মহসিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারি সেক্রেটারি মাও. মো. আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাও. মো. আব্দুর রহমানসহ অনেকে।
সমাবেশ শেষে NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সততা, আদর্শ, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি, শিক্ষকতার পেশায় এই নীতি ও মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, এটি ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত NTRCA শিক্ষকদের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান।
