রাজশাহীতে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আন্তঃবিভাগ ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, এ্যাথলেটিকস্, ক্রিকেট কাবাডি ও ইনডোর গেমস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। মাসব্যাপী এ খেলায় ৬১ বিভাগ অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সভাপতি ও কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, রাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।
