আতাইকুলায় পূবালী ব্যাংক পিএলসির গ্রাহক সেবা পক্ষ পালন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলায় দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পূবালী ব্যাংক পিএলসি আতাইকুলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান। বিশেষ হিসাবে বক্তব্য রাখেন, আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হেল আল মাহমুদ, পূবালী ব্যাংক পিএলসি শালগাড়িয়া ইসলামী শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান।

প্রধান অতিথি বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আর্থিক খাতে সেবার মান ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত সকল কাজ এখন হাতের মুঠোয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের আর্থিক খাত ডিজিটালাইজেশনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে।’ এ উদ্যোগগুলোকে সফল করার লক্ষ্যে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেবার মানসিকতা নিয়ে গ্রাহকসেবা প্রদান করতে হবে। ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। গ্রাহকরা যেন প্রতারিত না হন সেদিকে খেয়াল রেখে তাদেরকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। দায়িত্বশীল হতে হবে।’

তিনি গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে গ্রাহক সচেতনতামূলক বেশ কয়েকটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. ইসমাইল হোসেন ভুইয়া, জামায়াতে ইসলামী আতাইকুলা শাখার আমির মো. শহিদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম, আতাইকুলা শাখার সিনিয়র অফিসার হাফিজুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এর আগে, তারুণ্যের উৎসব-২০২৫ গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে্য আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।