শ্যামনগরের ইউএনও’র বদলি ঠেকাতে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে ‘ইউএনও’র বদলি, মানি না মানবো না’, ‘আর কোন দাবি নাই, রনি খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি, মানতে হবে মানতে হবে’ এ ধরনের নানা রকম শ্লোগানে মুখরিত করে তোলে উপজেলা পরিষদ চত্বর।

স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় ও শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা কুমার মন্ডল তপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন, ঈশ্বরীপুরের ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, ইউএনও রনী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তার অবদান প্রশংসনীয়।

তারা আরও বলেন, মাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।