তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হয়েছে সব জলকপাট

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ | অনলাইন সংস্করণ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে আবারও উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সবকটি (মোট ৪৪টি) জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুরের পর থেকে পানি বাড়তে শুরু করে, এবং রাত ৯টায় তা কমে আসে মাত্র ৩ সেন্টিমিটার নিচে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আরও পানি বৃদ্ধি পেয়ে তা বিপৎসীমা অতিক্রম করে।

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যেই পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যেই তিস্তার পানি ঢুকে পড়েছে।

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে জানান, উজানে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। সোমবার সকাল ৬টা থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খোলা রাখা হয়েছে।