সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন।
সোমবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই ইউনিয়নের ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি ইলেকট্রিশিয়ান হওয়ার পাশাপাশি অটোচালক হিসেবেও কাজ করতেন।
সোহেলের বড় ভাই খলিল মিয়া জানান, সকালে খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে ট্রান্সফর্মার থেকে লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, সম্প্রতি সোহেলের বিয়ে হয়েছে। তবে তার কোনো সন্তান হয়নি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
