সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী আনজুয়ারা দুই সহযোগীসহ গ্রেপ্তার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার মাদক ব্যবসায়ী আনজুয়ারাকে দুই সহযোগী মাদক ব্যবসায়িসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গড়েরকান্দা এলাকায় আনজুয়ারার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার টাকা, পাঁচটি ফোন, চাপাতি, কুড়াল, ছুরি, চাকু ও লাঠি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা বেগম (৪৬), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. অসিফ (১৪) ও বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রাতে শহরের গড়েরকান্দা এলাকায় জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারার বাড়িতে অভিযান চালায়। রাতে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে আনজুয়ারা, অসিফ ও আব্দুর রহিমকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে রাতেই আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।