সিরাজগঞ্জে সরকারি কলেজে অনিয়ম, অনুসন্ধানে দুদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের মধ্যে কিছু অনিয়মের তথ্যের প্রাথমিক সত্যতা মিলেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত কার্যালয় পাবনার একটি টিম ওই কলেজে এ অনুসন্ধান শুরু করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ওই কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর সাংবাদিকদের জানান, ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গাড়ি রক্ষণাবেক্ষণ, তেল খরচ, চালকের বেতন ও বিভিন্নখাতে অনিয়মের বিষয়ে ইতোমধ্যেই বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। এ বিষয়টি জানতে পেরে অনুসন্ধান শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে। আরো অনুসন্ধান করা হবে।