শর্ট সার্কিটে আগুন, সাগর আলীর স্বপ্নের বাড়ি ছাই!

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে পানি এনে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় সাইফুর, ফজল ও রফিকুল বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গোয়াল ঘর থেকে কেবল গরু বের করা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় আর কোনো মালামাল উদ্ধার করা যায়নি।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হঠাৎ আগুন লেগে আমার সব শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ঘরে ধান-চালসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে, তার শখের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটিও পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করছি। ৫০ হাত সেমি পাকা ঘরসহ পুরো বাড়িটি পুড়ে গেছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন।”