কুড়িগ্রামে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগকৃত শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সম্মানে কুড়িগ্রামে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরস্থ কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হল রুমে প্রায় ২০০ জন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষককে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনে শহর শাখার উপদেষ্টা আব্দুস সবুর খাঁন প্রধান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি ইমরান বিন সোলায়মান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুহসিন আলী। 

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খাঁন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন অপেক্ষা, সংগ্রাম ও মেধার মাধ্যমে আপনারা আজ শিক্ষকতার মহান আসনে বসেছেন। সুতরাং আপনাদের মাধ্যমে সমাজের সকল বৈষম্য দূরীকরণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘুষখোরদের রুখে দিতে হবে এবং ব্যক্তি পর্যায়ে আদর্শ শিক্ষক ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।