চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

চাঁদপুর শহরের চৌধুরী ঘাট বাস পট্টির মিলা মঞ্জিল নামের একটি পাঁচতলা ভবনে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ৬নং ওয়ার্ডের ওই ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এসময় ফ্ল্যাটটি থেকে আটক করা হয় ভবনের মালিক দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগীদের।
অভিযানে তাদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, স্থানীয় এক সাংবাদিকসহ আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার এসআই আবুল কালাম গাজী ও এএসআই কামরুল ইসলাম। এসময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে মাদক সেবন ও বিক্রির আড্ডা চলছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে দুলাল মাঝি, মাহবুবুল হক, বাদল পাটোয়ারী, দেলোয়ার হোসেন বেপারী, জাফর আহমেদ দেওয়ান ও ইমরান হোসেন ভূঁইয়া।
পুলিশ জানায়, মূল অভিযুক্ত দুলাল মাঝির কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
