বিজিবির অভিযানে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার সীমান্তবর্তী বগুলা কান্দি গ্রামে অভিযান চালিয়ে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলা কান্দি গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা কাটুন ভর্তি মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে ২২১ বোতল ভারতীয় আমদানি-নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ জানান, উদ্ধারকৃত মদের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া শেরপুর সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
