সাজেকে জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, আহত ১২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতি‌নি‌ধি

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ি ফেরার পথে হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের ছাত্রী।

স্থানীয়রা জানান, পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবিনা আফসানা।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের প্রথমে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। আহতদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন এবং সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থী ভ্রমণের জন্য সাজেকে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।