কক্সবাজারে ভূমি নিবন্ধনে বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় সালাহউদ্দিন আহমদ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারে স্থবির হয়ে পড়া ভূমির দলিল নিবন্ধন আলোর মুখ দেখেছে। কক্সবাজার জেলায় ভূমির দলিল নিবন্ধনে বর্ধিত উৎসেকর বাতিল করা হয়েছে। কক্সবাজারের ভূমিপুত্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রচেষ্টায় কক্সবাজারের মানুষের উপর চাপিয়ে দেয়া আকাশচুম্বী উৎসেকরের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এতে করে কক্সবাজার জেলাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সূত্র জানায়, আগস্ট মাসে বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এই মহাসংকট নিরসনে দু'দফা সালাহউদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, জাতীয় নিবন্ধন মহাপরিদর্শক, ভূমি সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে পৃথক বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অবশেষে কক্সবাজারে ভূমির দলিল নিবন্ধনে অতিরিক্ত উৎসেকর বাতিল করা হয়।

বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে তার ভূমিকা নিয়ে বক্তব্য দেন সমিতির নেতৃবৃন্দ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত প্রকাশ করে। এনবিআরের সদস্য এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ জুন জারি করা পরিপত্র সংশোধন করে বর্ধিত করহার বাতিল করা হয়েছে।

এর আগে, ২৪ জুনের পরিপত্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র ও জেলা সদরের পৌরসভাগুলোর ৮১টি মৌজায় নাল জমিতে শতকপ্রতি ২৫ হাজার এবং আবাসিক জমিতে শতকপ্রতি ৫০ হাজার টাকা উৎসকর আরোপ করা হয়েছিল। অতিরিক্ত উৎসকরের কারণে অযৌক্তিক আর্থিক চাপ, দলিল নিবন্ধন কার্যক্রমে অচলাবস্থা এবং জমি হস্তান্তরে জটিলতা তৈরি হয়।

জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি পুনর্বিবেচনার জন্য ১৩ আগস্ট মহা-পরিদর্শক (নিবন্ধন) এর কাছে আবেদন করা হয়। পরে ২০ আগস্ট এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। সচেতন মহলের মতে, সমুদ্র উপকূলীয় অনুন্নত অঞ্চল যেমন মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও সেন্টমার্টিনের জন্য এ হার সম্পূর্ণ অযৌক্তিক ছিল। প্রজ্ঞাপন জারির মাধ্যমে কক্সবাজারে বর্ধিত উৎসকর বাতিল হওয়ায় জমি ক্রয়-বিক্রয়ে আবার গতি আসবে বলে আশা করছেন জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তারা।