চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার খাড়াগোদা গ্রামে ছাদ থেকে পড়ে হৃদয় আলী (২২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত হৃদয় কালুপোল গ্রামের মাঝপাড়ার রায়হান আলীর ছেলে।
বুধবার বেলা পৌনে দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের শাটারিংয়ের কাজ চলছিলেন হৃদয়। বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরির সময় হৃদয় উপরে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, তার অবস্থা শঙ্কাজনক ছিলো। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে ওয়ার্ডে পাঠানো হয়। তবে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
