চাঁদপুরে মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের প্রধান প্রধান খেলার মাঠ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন রাজনৈতিক ফেলো ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ও ফেলো ইশরাত জাহান বিন্দু।
বক্তব্য রাখেন রাজনৈতিক ফেলো ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান, এনসিপি নেতা আবদুল্লাহ আল রেদোয়ান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
সংবাদ সম্মেলন শেষে হাসান আলী মাঠ দখলমুক্ত করার দাবিতে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন মামুন খান।
এছাড়া চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ম্যাপ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির প্রতিনিধি তালহা জুবায়ের, পৌর মহিলাদলের সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু এবং স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, শহরের প্রধান মাঠগুলো—হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ ও আউটার স্টেডিয়াম—অব্যবস্থাপনা ও দখলের কারণে ব্যবহারযোগ্য নয়। এর ফলে তরুণরা খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকাসক্তি ও অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
সংবাদ সম্মেলনে বক্তারা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে সংস্কার, একটি কার্যকর ব্যবস্থাপনা কমিটি গঠন এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, মাঠগুলো যথাযথভাবে সংস্কার ও ব্যবস্থাপনা করা হলে অন্তত পাঁচ হাজার তরুণ সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বক্তারা আরও বলেন, চাঁদপুরের মাঠ বাঁচাতে গণঅধিকার পরিষদ, ছাত্রদল, যুবশক্তি (এনসিপি) ও বিএনপির নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করছে, যা রাজনৈতিক ঐক্যের দৃষ্টান্ত।
উল্লেখ্য, যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই উদ্যোগে সহায়তা করছে।
