উত্তরা ইপিজেডে শ্রমিক বিক্ষোভ: আলোচনার মাধ্যমে নিষ্পত্তি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তাঁর পিতা শফিকুল ইসলামের আটককে কেন্দ্র করে দুই দিন ধরে উত্তেজনা বিরাজের পর আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা দুই দিন বিক্ষোভ চলে। আজ সকালে শ্রমিকরা কারখানার গেট থেকে মিছিল নিয়ে থানার উদ্দেশে রওনা হন। পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষকে নিয়ে জরুরি বৈঠক হয়। আলোচনায় শ্রমিকরা ১২ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে মামলা প্রত্যাহার, শ্রম আইন বাস্তবায়ন ও নিহত শ্রমিক হাবিবের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান অন্যতম।

আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী সাইফুল ইসলাম বাবু ও শফিকুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ আশাবাদী প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে শ্রমিকদের নিয়মিত দাবি তুলে ধরার জন্য একটি পিসি (প্রব্লেম কমিউনিকেশন) কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং এভারগ্রীন ফ্যাক্টরি বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান বলেন, শ্রমিকদের দাবি মনোযোগ দিয়ে শোনা হয়েছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল থেকে কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলবে।

আলোচনা শেষে শ্রমিকরা উল্লাসের মধ্য দিয়ে কর্মস্থলে ফিরে যান।