উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যু, মামলা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বনবিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকার রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। বনবিভাগের দাবি, এটি পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদ ছিল।
বৃহস্পতিবার সকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,“আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাতানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটিকে সৎকার করা হয়েছে।
