সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী সুমাইয়া হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের আবু তালহার ছেলে।

আদালতের পিপি মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি মামলার বরাদ দিয়ে জানান, ইসমাইল হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে। এরই জের ধেরে ২০২০ সালের ১৯ জুন দুপুরে বিশেষ কৌশলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওইদিন বিকেলে তার লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামীসহ পরিবার। এ ব্যাপারে নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।