জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থীর বিশেষ আহ্বান

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর পর আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সকাল ১১টায় সম্মেলন শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চেয়ে দাবী জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টার হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

রুহুল হোসাইন বলেন, “বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় উল্লেখিত বিশেষ বিধান অনুযায়ী ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়ন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই দলীয় কর্মকান্ডকে গতিশীল করতে একাধিক পদে থাকা নেতাদের এই বিধানের প্রতি সম্মান দেখিয়ে এক পদ রেখে বাকিগুলি থেকে পদত্যাগ করা উচিত।”

তিনি আরও বলেন, বর্তমান জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ময়মনসিংহ বিভাগের সাতটি জেলার সাংগঠনিক কর্মকান্ড ও নিজের ব্যবসার কারণে প্রায়শই ব্যস্ত থাকেন, যার ফলে জেলার রাজনীতির প্রকৃত চিত্র জানতে অন্যের মনগড়া কথার উপর নির্ভর করতে হয়। এ পরিস্থিতিতে দলের এক শ্রেণীর নেতা-কর্মীরা অনৈতিক ও অপরাধমুলক কাজে জড়িয়ে পড়ে দলকে বিতর্কিত করছে।

রুহুল হোসাইন দাবি করেন, জেলার রাজনীতিকে নিয়মিত রাখতে জেলা সদর থেকে সার্বক্ষণিক সক্রিয় একজন নেতাকে সভাপতি হওয়া উচিত। তিনি জানান, এ কারণে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

মতবিনিময় সভায় বিএনপি নেতা আবু নাসের মিন্টু হিলালী, অসীম সরকার বাধনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২০১৬ সালের ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক দশক পর হতে যাওয়া নতুন সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলরসহ ৭০ থেকে ৮০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন।