চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রশি টেনে ডাকাতি, নিহত ১
পুলিশ হেফাজতে অভিযুক্তসহ ৪ জন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত মাহমুদুল হক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে লামা পাহাড়কেন্দ্রিক একটি ডাকাত চক্র মহাসড়কে রশি টান দিয়ে মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হক মারা যান এবং চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক এবং জড়িত সন্দেহে আরও তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মালুমঘাট ঢালার এ ঘটনা ডাকাত দলের কৌশলগত হামলার অংশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতের কবলে পড়া মোটরসাইকেল দুইটি পুলিশের হেফাজতে রয়েছে।”
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই প্রচেষ্টা চলছে।
