হবিগঞ্জে ভারতীয় পণ্যবাহী কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ হয়েছে। এ সময় আবু হানিফ (২৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এই কাভার্ডভ্যান জব্দ ও যুবককে আটক করা হয়।

আবু হানিফ সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে। এতে গাড়ি থেকে ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে জব্দ করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, মহাসড়কে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি মহাসড়ক ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।