পটিয়ায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৩৫

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঈগল বাসের চালক নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পটিয়া নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাস দুটি ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে মহাসড়কের মাঝখানে আটকে যায়। এতে ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত ব্যক্তি হলেন— ঈগল বাসের চালক মো. আরাফাত। তিনি কক্সবাজার জেলার চকরিয়া বানিয়ারছড়া গ্রামের নুরুল হোসেনের পুত্র।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, পটিয়ায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় আহত অনেকজনকে চমেক হাসাপাতালে আনা হয়। তার মধ্যে চকরিয়ার মো. আরাফাত মারা গেছেন।

এদিকে, পটিয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া আহতরা হলেন— সাতকানিয়ার নাইম উদ্দিন (২২), লোহাগড়ার আলিফ(২২), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), পটিয়ার জিরির মোহাম্মদ নগর এলাকার মানিক(২৩), লোহাগাড়ার প্রফেসর আহমদ কবির (৪৮), লোহাগাড়ার আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়া ফকিরপাড়ার নাছির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৬), সাতকানিয়ার ইসমাইল (২৯), ডুলহাজারা মালুমঘাটের জালাল উদ্দীন (২৫), চকরিয়ার হারবাং এলাকার নুর বানু (১৮), পটিয়ার উত্তর দেওয়াং এলাকার মানিক (২৩)।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রানা জানান, দুই বাসের তীব্র সংঘর্ষে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।