মুন্সীগঞ্জে 'ভূমিকথা' নামক পুস্তিকার ওপর কুইজ প্রতিযোগিতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘ভূমিকথা’ নামক পুস্তিকার ওপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)গণ, মুন্সীগঞ্জ সদর পৌরসভাধীন ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের লিখিত কুইজ প্রতিযোগিতা শেষে আয়োজিত সেমিনারে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত কুইজ প্রতিযোগিতা (দলগত), শিক্ষক ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের আলোচনা, ভূমি সচেতনতা সংক্রান্ত নাটিকা উপস্থাপন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লিখিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ২০(বিশ) জন শিক্ষার্থী, উপস্থিত কুইজ (দলগত) প্রতিযোগিতায় বিজয়ী সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের ১০ দিন আগে মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণির শুধুমাত্র আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে পুস্তিকাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হয়। মূলত শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত জ্ঞান অর্জনকে উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
পুস্তিকাটির সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ জানান, মূলত স্কুলকলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের জন্যই এই পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এই পুস্তিকা পাঠের মাধ্যমে সর্বস্তরে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। ভূমি সেবা সংক্রান্ত জটিলতা, হয়রানি, ভূমি বিরোধ ও মামলা মোকদ্দমা হ্রাস পাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্তিকাটি স্কুল-কলেজর শিক্ষক-শিক্ষার্থী ও লাইব্রেরিতে দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে এ সংক্রান্ত সেমিনার/কর্মশালা, ই-লার্নিং ইত্যাদির পরিকল্পনা করা হয়। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়। ভবিষ্যতে মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলায় ধাপে ধাপে এই ধরনের কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি জেলা প্রশাসন মুন্সীগঞ্জ কর্তৃক ‘ভূমিকথা’ নামক পুস্তিকাটি প্রকাশিত হয়েছে। ভূমি বিষয়ক মৌলিক জ্ঞান সম্বলিত পুস্তিকাটি শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের মধ্যে ভূমি সচেতনতা বৃদ্ধিসহ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমি সংক্রান্ত মৌলিক তথ্যসমূহ সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করা হয়েছে। এই প্রকাশনায় যে সব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি বিষয়ক মৌলিক ধারণা, আইন ও সেবা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, দলিল, খতিয়ান, পর্চা, দাখিলা ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সম্পর্কে সহজ ব্যাখ্যা প্রদান, জমি কেনা-বেচা, রেজিস্ট্রেশন, নামজারি ও ভূমি কর প্রদানের সঠিক প্রক্রিয়া তুলে ধরা, ডিজিটাল ভূমি সেবাসমূহ সম্পর্কে অবগত করে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, ভূমি বিরোধ, মামলা নিষ্পত্তি ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশনা প্রদান, উত্তরাধিকার আইন, বণ্টন ও উত্তরাধিকার ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া, ভূমি ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে নাগরিকদের পরিচিত করা ইত্যাদি।
