নোয়াখালীতে পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

জাতীয় নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট পাঁচ আসনে আগামী ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন হিন্দু সম্প্রদায়ের সাথে পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ করেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় একটি হোটেলে আসন্ন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এদেশে কেউ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, কেউ ছোট-কেউ বড় নয়, নাগরিক হিসেবে সবাই সমান আমরা বাংলাদেশি। আল্লাহ সৃষ্টি পৃথিবীতে সবাই সমানভাবে আলোবাতাস ভোগ করছি এটাই হলো ইসলামের শান্তি শৃঙ্খলা, তাই জামায়াতে ইসলামী সেটা মনে করে। সবাই নিজ নিজ ধর্মকর্ম পালন করবে। বিগত দিনেও জামায়াতে ইসলামী মুসলিম, হিন্দু, খিষ্ট্রান, বৌদ্ধদের সম্প্রীতি বজায় রেখে চলছে, আগামীতে একইভাবে চলবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ক্ষমতাকে ভোট দেন নাই, তারা ভোট দিয়েছে আদর্শকে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট বিপ্লব পরে কারা তাদের পাশে ছিল। তাদেরকে শিক্ষার্থীরা বেছে নিয়ে ভোট দিয়েছে।
উপস্থিত হিন্দু নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ও আগামী দিনে ভোটে সেভাবে চিন্তাভাবনা করে ভোট দিন। কারা আপনাদেরই পাশে ছিল, আছে, থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রচার সম্পাদক আইয়ুব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামাতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমির আবুল হোসেন-সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের প্রতিটি উৎসব জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। আমাদের এই সম্প্রীতি আগামীতেও অটুট থাকবে। আগামী দিনেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মতবিনিময় সভা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা ভক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনে করে।
