মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের বার্ষিক নৌভ্রমণ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারও পেশাজীবী সংগঠন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। পদ্মা ও যমুনা নদীর বুক চিরে এই ভ্রমণে ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শনিবার সকাল ৭টায় প্রেসক্লাবে সদস্যরা সমবেত হন। এরপর আরিচা ঘাট থেকে সুসজ্জিত ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু হয়। সারাদিন পদ্মা ও যমুনার মনোরম দৃশ্য উপভোগ করেন তারা। নদীতে জেগে ওঠা নতুন চর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন স্পট ঘুরে দেখা হয়।
এই ভ্রমণের মধ্য দিয়ে সদস্যরা কাজের চাপ থেকে বেরিয়ে এসে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ পান। সেইসাথে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও সহায়ক হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে এই ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা পালন করে। প্রতিবছর জেলা প্রেসক্লাব নৌভ্রমণের আয়োজন করে থাকে।
নৌ ভ্রমণে অংশগ্রহণকারী মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ভিপি বজলু বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পদ্মা যমুনা বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে মুখ্য ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সমাজসেবক আব্বাস উদ্দিন বলেন, রাজধানীর অদূরে অবস্থিত হলেও পদ্মা যমুনায় জেগে ওঠা চরগুলো এখনো অবহেলিত রয়েছে। এখানে শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকলেও বিগত সরকার বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করেছে। চরবাসীর ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি।
