মুন্সীগঞ্জে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আঙ্গিনায় প্রায় ১২০০ ছাত্রীর অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদ মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী অফিসার নাজমনুর নাহার, জেলা কমান্ড্যান্ট, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন, স্কয়ার হসপিটালের আএএমও ডা. সিনথিয়া খানম অর্নি।
সেমিনারে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার এবং এভিজেএম স্কুলের দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং বিষয়ক প্রশ্নোত্তরে অংশ নেন।
