মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় করলেন প্রতিবেশী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মরদেহ আটকে রেখে সুদের ১৫ হাজার টাকা আদায়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্তম্ভিত স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে চারদিকে।
জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান চিৎলা গ্রামের নতুনপাড়ার নিয়ামত আলীর ছেলে রাজমিস্ত্রী হারুন (৪৫)।
রোববার (২১ সেপ্টেম্বর) আসরের নামাজের পর তার দাফনের প্রস্তুতি চলছিল। এরই মাঝে মরদেহ গোসলের সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, হারুনের কাছে সুদের ১৫ হাজার টাকা পাবেন তিনি। তিনি সরাসরি জানিয়ে দেন, ওই টাকা পরিশোধ না করলে লাশ দাফন করতে দেওয়া হবে না। এসময় শোকাহত পরিবার মরদেহ পাশে রেখেই টাকার জন্য তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। উপস্থিত আশপাশের মানুষ স্তম্ভিত হয়ে পড়ে এমন ঘটনায়।
অবশেষে প্রায় এক ঘণ্টা পর পরিবার বাধ্য হয়ে মর্জিনার টাকা মিটিয়ে দেয়। টাকা হাতে পেয়ে স্থানীয়দের ক্ষোভ ও জনরোষের মুখে সটকে পড়েন মর্জিনা। এরই মধ্যে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
