পাচারের অপেক্ষায় থাকা ৩৯০ বস্তা সার জব্দ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ৩৯০ বস্তা সার একটি ট্রাকসহ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। রোববার বিকেলে কোটবাজার-ভালুকিয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩১০ বস্তা টিএসপি ও ৮০ বস্তা এমওপি। বৈধ কাগজপত্র ছাড়াই এসব সার স্থানীয় ডিলার জাহেদের হেফাজতে পাওয়া যায়। কৃষি অফিস জানিয়েছে, চট্টগ্রামের এক কালোবাজারীর কাছ থেকে তিনি অবৈধভাবে সার কিনে মজুদ করেছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, ‘কৃষকের জন্য বরাদ্দকৃত সার পাচার বা চড়া দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ অভিযান অব্যাহত থাকবে।’
উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, ট্রাকসহ সার থানায় নেওয়া হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘সার মজুদ শুধু আইনভঙ্গ নয়, এটি কৃষকের স্বার্থবিরোধী ষড়যন্ত্র। জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’
বর্তমানে জব্দকৃত সার থানায় সংরক্ষিত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
