নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী।
দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল— মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।
আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশ মেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ ওই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
