ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদান
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসা সহায়তায় ৩ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ প্রধান উপদেষ্টার পক্ষে এ অনুদানের চেকটি ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার হাতে তুলে দেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ঋতুপর্ণা শুধু রাঙামাটির গর্ব নয়, গোটা দেশের গর্ব। একজন জাতীয় খেলোয়াড় হিসেবে তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা ব্যয় যেন তার পরিবারের পক্ষে দুর্বিষহ না হয়, সেজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়েছে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, এই অনুদান শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটা ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। ইতোমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা জানাতে চাই, ঋতুপর্ণা একা নন, আমরা সবাই তার পাশে আছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না এবং ঋতুপর্ণার বোন পাম্পি চাকমা ও তাঁর স্বামী।
উল্লেখ্য, জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা ব্যয় নির্বাহে পরিবারকে পড়তে হচ্ছে চরম আর্থিক সংকটে। এমন অবস্থায় খেলোয়াড়দের সহায়তায় এগিয়ে আসার উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন।
