দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উদযাপনে আলোচনা সভা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দেবহাটা থানার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল হাফিজুর রহমান।
সভায় দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা।
সভায় শারদীয় দূর্গাপূজা স্বাড়ম্বরভাবে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, বিসর্জনের দিন সন্ধ্যা ৭টার আগে বিসর্জন সম্পন্ন করা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ পূজা উদযাপনের সার্বিক বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে এবছর আইনশৃঙ্খলা বাহিনী পূজা উদযাপনে সর্বদা তাদের দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করা হয়েছে।
