হাটহাজারীতে পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০ | অনলাইন সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলী, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হাটহাজারী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে হাটহাজারী পৌরসভায় পরিষ্কার আয়োজনে র্যালি ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২৫ পালিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভায় আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন জেলা অতিঃ প্রশাসক ও পৌর প্রশাসক মো. শরিফ উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা সহ. কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পৌর নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পৌর সহ:প্রকৌশলী সালমা খাতুন, উপ সহ. প্রকৌশলী মো. ফয়সাল প্রমুখ।
এই সময় তিনি বলেন, পৌরসভার সুন্দর রাখতে হলে পৌরবাসীদের সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ জানান। সেই সাথে সড়কে দুপাশে যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখল না করার আহ্বান জানান। এই অভিযান সপ্তাহব্যাপী চলবে।
