হাসপাতাল, আদালত, পুলিশ সবখানেই অন্যায় চলছে: খৈয়ম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। হাসপাতালে চিকিৎসার বেহাল দশা, গরিব মানুষের চিকিৎসা নেই। আদালতে ন্যায়বিচার নেই, আদালত এখন শুধু ধনীদের কথা শোনে। পুলিশও বড়লোকদের হয়ে কাজ করে। দেশের এই অবস্থার জন্য দায়ী স্বৈরাচার শেখ হাসিনা সরকার।’
সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠ চত্বরে দাদশী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খৈয়ম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু শেখ হাসিনা নির্বাচন হতে দেননি। এ কারণে বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় সাড়ে ৬ শত মানুষকে গুম করা হয়েছে। এখনও অনেকে তাদের প্রিয়জনের অপেক্ষায় আছেন। এই দাদশী ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীও আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ভুল রাজনীতির কারণে সাধারণ মানুষ, ছাত্র-জনতা গর্জে উঠেছিল। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। আন্দোলনের মুখে তিনি ও তার সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন। তবে যারা দেশে রয়েছেন তারাও আজ বিপাকে আছেন। রাজনীতি মানুষের জন্য হতে হবে। রাজনীতি মানে আদর্শ, নীতি, সততা, মানবতা ও দেশপ্রেম এসব ফিরিয়ে আনতে না পারলে বাংলাদেশ সঠিক পথে চলবে না।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা দিয়েছেন। তার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। দাদশী ইউনিয়নসহ পুরো রাজবাড়ীকেও নতুন করে সাজাতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচন চায় না। পিআর, সিআর নিয়ে মাতামাতি চলছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের মধ্যেও আমরা একতাবদ্ধ থেকে এগিয়ে যাব। যত বাধা-বিপত্তি আসবে, তা মোকাবিলা করেই সুষ্ঠু নির্বাচন আদায় করতে হবে।’
সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নুরুন্নবী।
