সখীপুরে শিয়াল ও বানরের কামড়ে আহত ১১

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একই এলাকার ১১ নারী-পুরুষ শিয়াল ও বানরের কামড়ে আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার আড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শিয়াল ও বানরের কারণে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আড়াইপাড়া বাজার এলাকায় একদল শিয়াল হঠাৎ বিভিন্ন বাড়িতে ঢুকে চড়াও হয়। বাড়ির উঠোনে থাকা লোকজনকে কামড়াতে শুরু করে।

লোকজন দৌড়ে ঘরে প্রবেশ করার আগেই স্থানীয় কয়েকটি বাড়ির ১০ নারী-পুরুষকে কামড় দেয়। মঙ্গলবার সকালেও ওই এলাকার ১ জন বানরের কামড়ে আহত হয়েছেন।

আহতরা হলেন— আড়াইপাড়া গ্রামের মৃত আহমদ আলীর স্ত্রী রেহেনা (৬৫), হায়দার আলীর স্ত্রী মর্জিনা (৬০), বাদশা মিয়ার স্ত্রী হাজেরা (৬০), শহিদুল ইসলামের স্ত্রী মালেকা বেগম (৪০), জহুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩), মেহেদী হাসানের ছেলে মিরাজ, তারা হোসেন তালুকদারের স্ত্রী শাহিদা, আবদুল আজিজ মিয়ার ছেলে মমিনুল হক, হযরত আলীর ছেলে আবদুল মজিদ, সাদিয়া আক্তার (১৯) ও শাহাতন নেছা (৬০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবুবকর সিদ্দিক জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শিয়াল ও বানরের কামড়ে ১১ নারী-পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।