দুর্গাপূজায় চাঁদপুরের ১৫৮ মণ্ডপে অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার ১৫৮টি পূজা মণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলার ৮ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বরাবর চেক প্রেরণ করা হয়।
পৌর এলাকার বাইরে জেলা পরিষদ প্রত্যেক পূজা মণ্ডপে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক গোলাম জাকারিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের উদ্যোগ এবারই প্রথম জেলা পরিষদ একযোগে দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দ প্রদান করে। জেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
