দেবহাটায় দুই স্কুলকে গ্রীন স্কুল ঘোষণা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার সদর ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভাতশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতশালা ও টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল হিসেবে ঘোষণা করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, ইউপি সদস্য জলিল, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল হোসেন বকুল, শিক্ষক এসএম আব্দুল্লাহ, শিক্ষিকা শারমিন সুলতানা ও শিক্ষিকা সেলিমা পারভিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিটি স্কুলকে গ্রীন স্কুল হিসেবে গড়ে তোলার লক্ষ্য হলো ফলজ ও বনজ বৃক্ষ রোপণ, বিভিন্ন প্রকার শাক-সবজি চাষসহ সবুজ প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে সহায়তা করা।

পাশাপাশি শিক্ষার্থীদেরকে তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।