দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ শাহীন সুলতানা।

আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মো. মাইনুল আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়, এনসিপির মুখ্য সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, আহ্বায়ক বাবুল চন্দ্র রায়সহ অন্যরা।

বক্তারা বলেন, দিনাজপুর সদর উপজেলায় পূজা মণ্ডপগুলোতে যাতে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় কমিউনিটি একসঙ্গে কাজ করবে।

আলোচনা শেষে সদর ও পৌরসভার ১৬৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর (চাউল) বরাদ্দপত্র তুলে দেন অতিথিরা।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলমসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।