দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখানা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

স্থানীয়রা জানান, সবজি বোঝাই পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পিছন দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭৭১৯) দাঁড়িয়ে থাকা পিকআপটিকে (ঢাকা মেট্রো ড ১১-৭৬৭৬) জোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নাজমুল ও তার সহকারী কাওসার ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।